
ঝালকাঠি-বরিশাল মহাসড়কের টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও জয় বাংলা স্লোাগান দিয়ে নাশকতা করার অভিযোগে ছাত্রলীগের দুজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার সকালে নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে ঝালকাঠি সদরের গাবখান ব্রিজের এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ টিপু হাওলাদার ও ওলি নামে দুই জনকে গ্রেপ্তার করে।
আটকরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের টিপু হাওলাদার, বাকেরগঞ্জ পারদেশীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ মো. ওলি। পুলিশ জানায়, আটক টিপু হাওলাদার ও মো. ওলি রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসিব মাহমুদ অপু ও সদস্য দিপুসহ তাদের বিরুদ্ধে ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের বিভিন্ন স্থানে রাস্তায় গাছ কেটে অবরোধ সৃষ্টি, বাড়িতে ভাঙচুরসহ একাধিক মামলা চলমান।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান- সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।