
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার আর নাই। তিনি গত সোমবার রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর এবং তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন এবং এরআগে কৈজুরী ইউপির ২ বার চেয়ারম্যান ছিলেন। তিনি সৎ, কর্মঠ ও আপোসহীন নেতা ছিলেন।