ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সখিপুরে মা-মেয়ের লাশ উদ্ধার

সখিপুরে মা-মেয়ের লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে মা ও মেয়ের লাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) ও তার মেয়ে সাজেদা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বেগম ১০ বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অন্যদিকে তার মেয়ে সাজেদা প্রতিবন্ধী।

উচ্চতায় ছিলেন এক থেকে দেড় ফুট। শাহনাজের ছেলে বিদেশে থাকতেন। বাড়িতে ছেলের বউ ও শাহনাজের স্বামী থাকতেন। গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে।

পরে গতকাল বুধবার সকালে রান্নাঘরে শাহনাজের ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। আর রুমের মধ্যে বিছানায় মৃত অবস্থায় শাহনাজের মেয়ের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত