
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) অর্থায়নে এলজিইডির আওতায় (আরসিআইপি) রোলার কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট CReLIC পরিচালনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরসিআইপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মনজুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা এলজিইডি প্রকৌশলী মনির হোসেন, ট্রেনিং কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।