ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ থেকে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চিনাইরে আয়োজিত মানবতার সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় বারবার ‘সব মানুষ ভাই ভাই, মানবতার রাষ্ট্র চাই’ স্লোগানে সমাবেশ মাঠ মুখরিত হয়।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মাছিহাতা ইউনিয়ন শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম ও জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ। আহমেদ মঞ্জুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী শেখ হানিফ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন টিটু, জেলা যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান, নিজাম উদ্দিন চিশতী, বিজয়নগর উপজেলা আহ্বায়ক ডা. দেলোয়ার খান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত