
ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ থেকে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চিনাইরে আয়োজিত মানবতার সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় বারবার ‘সব মানুষ ভাই ভাই, মানবতার রাষ্ট্র চাই’ স্লোগানে সমাবেশ মাঠ মুখরিত হয়।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মাছিহাতা ইউনিয়ন শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম ও জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ। আহমেদ মঞ্জুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী শেখ হানিফ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন টিটু, জেলা যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান, নিজাম উদ্দিন চিশতী, বিজয়নগর উপজেলা আহ্বায়ক ডা. দেলোয়ার খান প্রমুখ।