
নীলফামারীর ডোমারে গত কয়েক বছরের তুলনায় এবারে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষান-কৃষানি মনের আনন্দে মাঠ হতে ধান সংগ্রহ করতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত উপজেলা জুড়ে ধানের খেত হয়েছে কৃষান-কৃষানির পথচারণায় মুখরিত। সরেজমিন দেখা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক ঈদ্রীস আলী ধানের মাঠে ধান কাটছে। কথা হয় তার সঙ্গে, তিনি বলেন এবারে আকাশের বৃষ্টিপাত ঠিকমতো হওয়ায় গত বছরের তুলনায় ধানের ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায় (৩৩ শতাংশ) ১৫/১৬ মণ ধানের ফলন আসবে বলে তিনি আশাবাদী। একই ইউনিয়নের ধান চাষি স্কুল শিক্ষক হরিদাস রায় বলেন, আবহাওয়া জনিত কারণে গত কয়েক বছরে ধানের ফলন কম হয়েছে। এবারে ভালো ফলন হয়েছে। বাড়তি ফলন শ্রমিকের খরচ মেটানোর চাহিদা মিটাবে।
জোড়াবাড়ী ইউনিয়নের কৃষক পূর্নমোহন রায় জানান, ধানের ভালো ফলন হয়েছে। ধান কাটাই মাড়াইয়ের কাজ চলছে। ভোগডাবুড়ি ইউনিয়নের ধান চাষি আহসানুল ইসলাম জুয়েল বসুনীয়া বলেন, আশা করছি গত কয়েক বছরের তুলনায় এবারে বেশি ফলনের আশা করছি। ধান মাড়াইয়ের কাজ শেষ হলে সঠিক হিসাব পাওয়া যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, এবারে উপজেলায় ১৭ হাজার ৯২৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে। তারমধ্যে হাইব্রিড জাতের ধান দুই হাজার ৪০০ হেক্টর, স্থানীয় ৩৪ হেক্টর ও উফশী জাতের ধান ১৫ হাজার ৪৯১ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। আবহাওয়া প্রতিকুল থাকায় এবারে আমনের বাম্পার ফলন হয়েছে। আশা করছি গত বছরের তুলনায় এবারে লক্ষ্যমাত্রার অধিক ফলনের আশা করছি।