ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফান্দা এলাকা থেকে প্রাকবীন সাংমা (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় তার ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর সদর ইউনিয়নে ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন প্রাকবীন সাংমা নামে এক যুবক।

শুধু তাই নয়, ওনার চেম্বারে হার্বাল এবং হোমিও চিকিৎসাও দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের এন্টিবাইওটিক ওষুধ লেখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ওইসব প্রতারণা বন্ধে আজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত