
শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সমন্বয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান- প্রফেসর সামছুল ইসলাম। গত বুধবার ঐতিহ্যবাহী নোয়াখালীর আহম্মদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবের আহম্মেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসররুনা নাছরীন, বিদ্যালয় পরির্দশক আবু সালেহ মো. তারিক মাহমুদ, সদর উপজেলা নিবার্হী হোমায়রা ইসলাম, জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।