
শীত শুরু হওয়ার সঙ্গে অতিথি পাখির কোলাহলমুখর হয় নেত্রকোনার হাওরাঞ্চল। শীতের আগাম বার্তা নিয়ে আসা অতিথি পাখিগুলোর নিরাপদ আশ্রয়স্থল হয় হাওরাঞ্চলের মুক্ত জলাশয়। কিন্তু সেই সময় একশ্রেণির অসাধু লোক মেতে উঠে অতিথি পাখি শিকারে।
গত কয়েকদিন ধরে অতিথি পাখি শিকার করে নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছিল। খবর পেয়ে পাখি শিকার বন্ধের জন্য অভিযান চালায় মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান। গতকাল বৃহস্পতিবার সকালে আমজাদ মিয়া (২৪)। নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫টি ধূসর রঙের টি-টি ওয়াডা পাখি জব্দ করে এবং সেগুলো অবমুক্ত করা হয়।
এ সময় পাখি শিকারি আজমাদ হোসেনকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।