ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত

নীলফামারীর ডিমলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের জলঢাকা-ডালিয়া সড়কের তালতলা নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফ আলী (৪০) ও রুপিয়া বেগম (৪৩) পাশ্ববর্তী ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের সোনাউল্লাহর ছেলে-মেয়ে। নিহতরা সম্পর্কে আপন ভাই-বোন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে অটোচালক ও নিহতদের পরিবারের চারজনসহ আরও পাঁচজন চিকিৎসাধীন। ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, এ ঘটনায় নিহতদের চাচাতো ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। মামলাটি হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ তদন্ত করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত