ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

তারুণ্যের ভোট দেশকে নতুন বার্তা এনে দেবে

বললেন এটিএম আজাহারুল ইসলাম
তারুণ্যের ভোট দেশকে নতুন বার্তা এনে দেবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনি এলাকার জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন- আগামী নির্বাচনে তারুণ্যের ভোট দেশকে নতুন বার্তা এনে দেবে। আমি এই এলাকা থেকে নির্বাচিত হলে জনগণের আমানত সঠিকভাবে পৌঁছে দেব।

গতকাল শনিবার তিনি বদরগঞ্জে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার প্রাক্কালে একথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শাহাপুর মাঠ থেকে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রার আগে প্রধান অতিথির বক্তবে এটিএম আজাহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব সফল পরিণতির জন্য জাতীয় নির্বাচনের পর্বে গণভোট দিতে হবে।

এটিএম আজাহারুল ইসলাম আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এজন্য সব আসনে সৎ মানুষদের মনোয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষণ বঞ্চনামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে।

মটরসাইকেল শোভাযাত্রায় জামায়াতে ইসলামী রংপুর জলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ্ মোহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলামে, পৌর আমির মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, যুব বিভাগের সভাপতি মাসুদ রানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মটরসাইকেল শোভাযাত্রাটি বদরগঞ্জ উপজেলার স্থানীয় শাহাপুর মাঠ থেকে যাত্রা শুরু করে উপজেলার শ্যামপুর, গোপালপুর ইউনিয়ন, লোহানীপাড়া ইউনিয়ন, নাগের হাট, কালুপাড়া ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন, রামনাথপুর ইউনিয়ন, ট্যাক্সেরহাট বাজার হয়ে উপজেলা সদরে শেষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত