ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শতাধিক ভবন

নরসিংদীতে ভূমিকম্পে  ক্ষতিগ্রস্ত শতাধিক ভবন

নরসিংদীতে শতাধিক ক্ষতিগ্রস্ত ভবন সনাক্ত করেছে প্রশাসন। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ভবন সনাক্ত করেছে ৫ সদস্যের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। গতকাল রোববার নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো সনাক্তে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আগামী বুধবার ভবন পর্যবেক্ষণ করতে বুয়েটের বিশেষজ্ঞ একটি টিম নরসিংদীতে আসবেন । আগামী ৩ দিনের মধ্যে বুয়েটের এ টিম রিপোর্ট অনুযায়ী ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে লোক সড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গত ৩০ বছরে নরসিংদীর মানুষ ঘঠে যাওয়া রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প দেখেনি। ২৪ ঘণ্টায় আরও ৩টি ভূমিকম্প হয়। নরসিংদীতে আবারও শক্তিশালী ভূমিকম্প হতে পারে এমন ভূমিকম্পের আশঙ্কা ছড়িয়ে পড়ায় গত শনিবার রাতজুড়ে আতঙ্কে কাটিয়েছে সাধারণ মানুষ। সন্ধ্যার পর সোশ্যালমিডিয়া ও লোকমুখে রাতে বড় ধরনের ভূমিকম্প হবে- এমন গুজব ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। সারা রাত অনেক মানুষ স্থানীয় স্কুল-কলেজের মাঠ, স্টেডিয়াম মাঠ, খোলা জায়গা এবং রাস্তায় অবস্থান করে। শিশু, নারী, বয়স্কসহ পরিবারের সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে থাকেন। এতে পুরো শহরজুড়ে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়দের অনেকে বলেন, রাতে ঘুমাতে গেলেই ভূমিকম্প হবে- এমন কথা নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে ঘরে অবস্থান করতে ভয় পেয়ে তারা বাইরে রাত কাটাতে বাধ্য হন। এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ভূমিকম্প নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ ভূমিকম্পের পূর্বাভাস দেয়নি। তিনি আরও বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ও উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষদের বুঝিয়ে ঘরে ফিয়ে দেয়। ভূমিকম্প-প্রবণ দেশে সচেতনতা জরুরি হলেও গুজবভিত্তিক আতঙ্ক অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই সবাইকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত