
কুমিল্লা জেলা সদরে যাতায়াতকারী হাজারো মানুষের দুর্ভোগ নিরসনে অবশেষে গোমতী নদীর ওপর নতুন আরেকটি বেইলি সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও কুমিল্লা সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর প্রচেষ্টায় গোমতী নদীর জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় পুরাতন ও সরু একটি বেইলি সেতুর পাশে সওজ কর্তৃপক্ষ নতুন সেতুটি নির্মাণ করছে। সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এরই মধ্যে সওজ কর্তৃপক্ষ নতুন সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় নগরীর উত্তরাঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এলাকায় ঘুরে জানা গেছে, কুমিল্লা-সালদা-কসবা (সৈয়দাবাদ) সড়কটি কুমিল্লা জেলা সদরের উত্তরাঞ্চলের লাখো জনগণের কুমিল্লা নগরীতে যাতায়াতে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চলাচলের বিকল্প সড়ক। এছাড়া জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার মানুষকে দিনে-রাতে এ সড়কের গোমতী নদীর আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকার বেইলি সেতুটি পারাপার হতে হয়। সেতুটি দীর্ঘদিনের পুরাতন ও অত্যন্ত সরু। এতে এ সেতু দিয়ে যাত্রী ও পণ্য পরিবহনের গাড়িগুলো ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। সেতুটি সরু হওয়ায় একপ্রান্তে গাড়ি প্রবেশ করলে অন্য প্রান্তের সেতুমুখে গাড়ি থেমে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এতে নদীর এপাড় থেকে ওপাড়ে পায়ে হেঁটে সেতু পারাপারে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক মহিবুর রহমান, ব্যবসায়ী বাছির মিয়াসহ কয়েকজন জানান, দীর্ঘ বছর ধরে ব্যস্ততম এ সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকদের সেতু এলাকায় এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া সদর উপজেলার দুইটি ইউনিয়ন নদীর উত্তর পাড়ে। এ এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ব্যবসায়ী ও নানা শ্রেণি পেশার মানুষকে শহরে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক আবেদন নিবেদন করেও কোনো কাজ না হওয়ায় এলাকার লোকজন সম্প্রতি সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর দ্বারস্থ হন এবং নতুন একটি বেইলি সেতু নির্মাণের দাবি জানান। এ বিষয়ে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা জানার পর পুরাতন বেইলি সেতুটি পরিদর্শন করি এবং সওজ কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। সওজ কর্তৃপক্ষ সড়ক ও সেতু এলাকার গুরুত্ব অনুধাবন করে মানুষের দুর্ভোগ নিরসনে পদক্ষেপ নিয়েছেন এবং ওই সেতুর পাশে আরেকটি নতুন বেইলি সেতু নির্মাণের জন্য সেখানে এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন বলে জেনেছি। সেতুটির কাজ শেষ হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ বছরের ভোগান্তি হ্রাস পাবে।
সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা খন্দকার বলেন, গোমতী নদীর চাঁনপুর এলাকায় বেইলি সেতুর পাশে নতুন আরও একটি বেইলি সেতু নির্মাণের কাজ চলছে। আমরা চেষ্টা করছি, দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে। কাজটি সম্পন্ন হলে জনদুর্ভোগ কমে আসবে।