ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরা ডিসির মতবিনিময়

সাতক্ষীরা ডিসির মতবিনিময়

সাতক্ষীরায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা পরিষদের প্রধান নির্বাহী মাহফুজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চাহিদা ও সমস্যা তুলে ধরে সমাধানের প্রস্তাব দেন। জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, জনসেবামুখী সব কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সভা শেষে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার ও দ্রুত সেবা নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত