ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আল মাহমুদের মতবিনিময়

আল মাহমুদের মতবিনিময়

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

গত শনিবার সদর উপজেলার চকনজু ঘাগড়া গ্রামে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এ সময় মির্জা আল মাহমুদ বলেন, বিএনপির হাই কমান্ড তাকে মনোনয়ন দিলে উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ-৪ সদর আসনকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তুলবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শতভাগ নিরলস ভূমিকা পালন করবেন। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি হাই কমান্ড আগামী নির্বাচনে এ আসনে উন্নয়নমুখী, যোগ্য, নিবেদিত ও ত্যাগী একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত