
ফেনীর সোনাগাজী হাফেজ আহম্মদ করিম ফাউন্ডেশনের উদ্যোগে সদর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান হাফেজ আহম্মদ করিম।
এ সময় উপস্থিত ছিলেন- হাফেজ আহম্মদ করিম ফাউন্ডেশনের পরিচালক আবদুল কাইয়ুম নিশান, মনগাজী ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাগাজী প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন মামুন। বিদ্যালয়গুলো হলো- পূর্ব সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাড়াইত কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরখোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।