
গাইবান্ধার সাঘাটায় চলতি আমন মৌসুমে অভ্যন্তরিন ধান ,চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গত ১ ডিসেম্বর বোনারপাড়া সরকারি খাদ্যগুদামে ধান, চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম। চলতি আমন মৌসুমে সাঘাটা উপজেলায় ৩৪ টাকা কেজি দরে ১৩২ টন ধান ও ৫০ টাকা কেজি ধরে ১,৬০৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, বোনার পাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, সাঘাটা উপজেলা চাল কল মিল মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল হালিম, সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবীর জুয়েল, হারুন আকন্দ, শামিম মন্ডল প্রমুখ।