ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বয় সভা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বয় সভা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলায় কুড়িগ্রামে লজিক প্রকল্প কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের উপর জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লজিক এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ অন্নপূর্ণা দেবনাথ এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মুছা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ টিউটর, ইউনাইটেড প্রেসক্লাবের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো-অর্ডিনেটর খোকন কুমার কুন্ডু, জেলা ও উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সমন্বয় সভায়- লজিক প্রকল্পের কার্যক্রম যেন কুড়িগ্রাম জেলায় চলমান থাকে এবং প্রান্তিক উন্নয়নে কাজ করে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত