ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোয়া চার টন নিষিদ্ধ ঘনচিনি জব্দ

সোয়া চার টন নিষিদ্ধ ঘনচিনি জব্দ

চট্টগ্রাম কাস্টম হাউস আমদানি নিষিদ্ধ ৪ হাজার ২০০ কেজি ঘনচিনি জব্দ করেছে। ঢাকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সহযোগিতায় কাস্টম হাউসের গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকার কেরানিগঞ্জের এজাজ ট্রেডিং এক কনটেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। যা গত ২১ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস স্থগিত করে কাস্টম হাউস। গত ৬ নভেম্বর চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এতে দুই ধরনের পণ্য পাওয়া যায়। যার নমুনা কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়।

পরীক্ষার প্রতিবেদনে একটিতে ১৭ হাজার ৮০০ কেজি ঘোষিত পণ্য পাওয়া গেলেও বাকি ৪ হাজার ২০০ কেজি ঘনচিনি হিসেবে শনাক্ত করা হয়। ঘনচিনি সরকারের আমদানিনীতি আদেশ ২০২১-২৪ অনুসারে নিষিদ্ধ। এ চালানের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর দুটি পৃথক চালানে ১০০ টন ঘনচিনির দুটি চালান আটক করে কাস্টম হাউস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত