ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে হত্যা করে মালামাল লুট, গ্রেপ্তার এক

ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে হত্যা করে মালামাল লুট, গ্রেপ্তার এক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুদি দোকানদার স্বপন কুমার বল কালুকে নির্মমভাবে হত্যা ও দোকান মালামাল চুরির ঘটনায় শুভজিৎ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত স্বপন ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের সুধীর কুমার বলের ছেলে। জানা গেছে, গত সোমবার রাত দেড়টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বল বাড়ির সামেন স্বপন কুমার বলের মুদি দোকানে অভিযুক্ত শুভজিৎ চুরির করতে প্রবেশ করে।

এ সময় দোকানে ঘুমে থাকা স্বপন টের পেলে শুভজিৎ ইট দিয়ে তার মাথা থেতলে গুরুতর জখম করে। হামলার পর তারা দোকান থেকে নগদ ১,৩৫৫ টাকা, ৩৯ প্যাকেট সিগারেট ও ১২ কেজি সুপারি নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের কেএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল বুধবার সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্ত শুভজিৎ পিরোজপুর জেলার নাজিরপুর সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বিথোষ সুতারের পুত্র। তিনি নিহত স্বপনের পাশর্^বর্তী ব্যবসায়ী বিপুল বেপারীর ছেলে। কিশোর বেপারীর দোকানে কাজ করতেন। ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে শুভজিৎ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত