ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে কলেজছাত্র হত্যায় গ্রেপ্তার দুই

মির্জাগঞ্জে কলেজছাত্র হত্যায় গ্রেপ্তার দুই

পটুয়াখালীর মির্জাগঞ্জে সিয়াম (১৮) নামে এক কলেজছাত্র হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবদুল্লাহ আল মাহমুদ নামে আরও এক ছাত্র আহত হয়। এ হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি ও দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মির্জাগঞ্জ থানার ফোর্সসহ র‍্যাবের সহযোগিতায় ঢাকা যাত্রাবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রধান আসামি মির্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালীর আবদুল সালামের ছেলে মো. রায়হান, দ্বিতীয় আসামি উপজেলা বাসস্ট্যান্ড এলাকার রফিকুল ইসলাম পিন্টু ছেলে মোহাম্মদ রাশেদ। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সুবিদখালী সরকারি কলেজের পিছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিয়াম পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ রমিজ উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আহত মাহমুদ মির্জাগঞ্জের বাদল হাওলাদারের ছেলে ও ঝালকাঠির এনএস কালিম মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র। সম্পর্কে তারা খালাতো ভাই।

পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা যায়, নিহত ওই ছাত্র মির্জাগঞ্জে খালুর বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বিকালে নিহত ছাত্র ও তার খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে আসে। দুর্বৃত্তদের সাথে তাদের বাক-বিতণ্ডা বাঁধে, তখন দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে।

এ হামলায় সিয়াম নিহত এবং তার খালাতো ভাই মাহমুদ গুরুতর আহত হয়। এ ঘটনায় ওইদিন মির্জাগঞ্জ থানায় তিন জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে নিহত সিয়ামের বাবা জুয়েল তালুকদার বাদী হয়ে হত্যা মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত