ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শেফালী বেগম (৩৫) ও সাঘাটায় উপজেলায় মোটরসাইকেল সংঘর্ষে সাবিনা বেগমসহ (৪০) নামের দুই নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার রেজাউল করিমের স্ত্রী ও সাবিনা বেগম সাঘাটার চিনির পটল গ্রামের শাহ আলমের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বিকালের দিকে রেজাউল করিম তার গর্ভবতী স্ত্রী শেফালী বেগমকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটা নামক স্থানে পৌঁছায়। এ সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শেফালী বেগম মারা যান। এ সময় থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, দুপুর ১টার দিকে সাবিনা বেগম ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য ক্রয় করতে অটোভ্যানযোগে রওনা হন। পথিমধ্যে সাঘাটা-চিনিরপটল সড়কে ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে ইদ্রিস আলী মাস্টারের বাড়ির মোড় নামক স্থানে পৌঁছায়। এ সময় দ্রুতগামী মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রী সাবিনা বেগম নিহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত