ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলনের হামলা ও গুলিবর্ষণের মামলায় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ারের (৬৫) অন্তর্বর্তীকালীন জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য আগামী ২৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন এই আদেশ দেন। দলীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ শহীদ সারোয়ার ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল বলেন, আদালত আসামির অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করে পূর্ণাঙ্গ শুনানির জন্য ২৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন। এর আগে গত ২১ ডিসেম্বর ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন এই বহিষ্কৃত নেতা। এ সময় আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনের হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মো. আমীর হোসেন নামে এক ব্যক্তি এ মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত