ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কালীগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

কালীগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

গাজীপুরের কালীগঞ্জে এক সাথে বসে মদ্যপানের পর এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন হয়েছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত সুকণ্ঠ কস্তার পুত্র সুমন কস্তা (৪৫) তার বন্ধু একই গ্রামের গিলবার্ট ডি কস্তার পুত্র নন্দন ডি কস্তার বাড়িতে যায়। সেখানে দুই বন্ধু একসাথে বসে মদ্যপান করে।

এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির হলে নন্দন ডি কস্তা একাধিকবার ছুরিকাঘাত করে সুমন কস্তাকে হত্যা করে।

নিহত সুমন পেশায় একজন বাবুর্চি। হত্যার পর সুমনের লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে নন্দন পালিয়ে যায়। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। খবর পেয়ে সুমনের পরিবারের লোকজন লাশটি সনাক্ত করেন। নিহতের বুকে, গলায় ও মুখে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত সুমনের মা লতা কস্তা বাদী হয়ে কালীগঞ্জ থানায় গতকাল বুধবার সকালে একটি হত্যা মামলা করেন। পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে সুমনকে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত