
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালেটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন। ওই সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা।