
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ট্রাক ভর্তি খড়ের মধ্যে বস্তার ভেতর লুকিয়ে পরিবহনকালে ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
গতকাল বুধবার বিষয়টি জানিয়েছেন- হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
আটকরা হলেন- জেলার মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের নজরুল ইসলাম (৩৭) ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহমত আলী (৪৩)।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর নামক এলাকায় টহল পরিচালনার সময় পণ্যবাহী একটি ট্রাক আসতে দেখে সিগন্যাল দিয়ে থামায়।
এ সময় ট্রাকে করে গরুর খাবার (খড়) পরিবহনের বিষয়টি সন্দেহ হয়।
তাৎক্ষণিক ট্রাকের ভেতরে তল্লাশির করে খড়ের ভেতরে বস্তায় করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়।
জব্দ গাঁজাসহ আসামিদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অন্যান্য চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।