
নরসিংদীর রায়পুরা উপজেলায় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। রায়পুরা থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান জানান, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে রায়পুরা থানায় করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায়ও মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।