ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শরীয়তপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

শরীয়তপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

শরীয়তপুরের ভোজেশ্বর বাজার এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের হয়নি। সংঘর্ষের বিষয়ে এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপির এক নারী কর্মী না ভোটের পক্ষে প্রচারণা চালানোকে কেন্দ্র করে জামায়েতের এক কর্মী ফেসবুকের পেইজে স্ট্যাটাস দেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে ভোজেশ্বর বাজার এলাকায় বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে বাক বিত-তা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নড়িয়া উপজেলা (পশ্চিম) জামায়াতের আমির ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলামসহ ১১ নেতাকর্মী ও বিএনপির ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি মিজান সিকদারসহ আরও ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চকিৎসা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে জেলা জামায়াত অফিসে শরীয়তপুর-২ আসনের জামায়ত প্রার্থী ডা. মাহমুদ হোসেন বকাউল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হামলার বিষয়ে বিএনপির ওপর দায় চাপিয়েছে। তবে শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরন জামায়াতকে দায়ী করেছেন।

ডা. মাহমুদ হোসেন বকাউল সংবাদ সম্মেলনে বলেন, ১৯ জানুয়ারি জামায়ত সমর্থকের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উদ্দেশ প্রণোদীতভাবে জামায়াত নেতাকর্মীদের ওপর আজ তিন দফায় হামলা করেছে। এ বিষয়ে জামায়াত মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।

শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরন মোবাইল ফোনে বলেন, নির্বাচনে বিএনপির জোয়ার দেখে জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে ভোটের পরিবেশকে নিজেদের পক্ষে নেওয়ার উদ্দেশে এ সকল ঘটনা জন্ম দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার কাছে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি। আজকের সংঘর্ষের বিষয়ে আমাদের আইনি প্রক্রিয়া চলমান।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, ভোজেশ্বর বাজার এলাকায় জামায়াত-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষের ঘটনায় এখনও কোনো পক্ষই মামলা দায়ের করেনি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত