ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বন্ধুর হাতে বন্ধু খুন

বন্ধুর হাতে বন্ধু খুন

রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডায় বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম।

দুজনেই তাতিপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং উভয়েই অটোচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানা যায়। এলাকাবাসী জানান, তিনদিন আগে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন এলাকাবাসী ছাড়াছাড়ি করে মিমাংসা করে দেন।

এরই জের ধরে গতকাল সকালে দুজনের মধ্যে আবারও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় হাতে থাকা চাবি দিয়ে বিজয় সজোরে আমিনুল ইসলামের বুকে আঘাত করে। আঘাতের কারণে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থায় সটকে পরে বিজয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন আমিনুল ইসলাম মাটিতে পড়ে আছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত