ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত প্রার্থীকে প্রাণনাশের হুমকি

থানায় অভিযোগ
জামায়াত প্রার্থীকে প্রাণনাশের হুমকি

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত ও ইসলামী সমমানা ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে ফেসবুক ম্যাসেঞ্জারে ভয়েস এসএমএস দিয়ে প্রাণনাশের হুমকি, অশালীন ভাষায় গালমন্দ করেছে অজ্ঞাত ফেসবুক আইডি থেকে। এ ব্যাপারে ভোলা-৪ আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের পক্ষে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা লোকমান হোসেনের কাছে গতকাল মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ‘ইসলামী শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা’ নামে একটি অজ্ঞাত ফেসবুক পেইজ থেকে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার এবং হুমকি দেওয়া হচ্ছে। গত ২৬ জানুয়ারি উক্ত পেইজ থেকে প্রকাশিত একটি লাইভ ভিডিওতে তাকে উদ্দেশ করে ভীতিকর ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত