ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বৃদ্ধ দম্পতিকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

বৃদ্ধ দম্পতিকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা ও তাদের ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই অজ্ঞাত শ্রমিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ঘোষাখালী গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)। তাদের নাতি শাকিল সিকদার জানান, গত রোববার ধানের চারা রোপণের জন্য শরিফ ও সুমন নামে দুজন শ্রমিককে আনা হয়। গত সোমবার রাতে মোতাহার সিকদারের পায়ে ব্যথা থাকায় ওই দুজন তাকে কবিরাজি ওষুধ খেতে দেন। ওই দিন শ্রমিকদের ঘরের বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করা হয় এবং দম্পতি ঘরের ভেতরে ঘুমান। রাতের কোনো একসময় শ্রমিকেরা টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে মোতাহার সিকদার ও তার স্ত্রীকে হত্যা করে। এ সময় তারা টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। গতকাল সকালে দাদা-দাদিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, দুই অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত