
দিনাজপুরের বীরগঞ্জে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ বটমূল প্রাঙ্গণে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন। উদ্বোধন শেষে তিনি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আফজাল হোসেন বলেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নে বিনামূল্যে কৃষি উপকরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। সেই সঙ্গে কৃষকরা যেন তাদের ফসল উৎপাদনে কোনো প্রকার সমস্যা না হয়, সে বিষয়ে মাঠে গিয়ে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। সেই আলোকে কৃষকরা চাষাবাদ করে লাভবান হচ্ছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার মমিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন- বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, ফলচাষি মো. গোলাম মোস্তফা ও মো. আবু তাহের। মেলার মাধ্যমে চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচয় করানো হয়। দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলায় ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সমাপ্তি পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যা সম্পর্কে ধারণা নেন। মেলার লক্ষ্য ছিল কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা। শেষে সফল উদ্যোক্তাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট এবং কৃষকদের মধ্যে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন প্রমুখ।