
চট্টগ্রামের বাঁশখালীতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা গতকাল বুধবার উপজেলা প্রাথমিক অফিস কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওসমান গণীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মাহমুদ সাদ্দাম, সহকারী পরিচালক (ক্যাশ) মো: সিরাজুল মোস্তফা।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, খাদ্য অফিসার মো. সেলিম, বিআরডিভি অফিসার মোঃ এনামুল হক, সোনালী ব্যাংক জলদী শাখা ব্যবস্থাপক লিটন দাশ, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ এলেই একটি অসাধু চক্র জাল টাকা ব্যবহারে সক্রিয় হয়ে উঠে। এই জাল নোট প্রতিরোধে একা সরকার কিংবা ব্যাংকার যথেষ্ট নয়, জাল টাকা রোধ করতে সকলের সমন্বিত উদ্যোগ দরকার। সবার প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতাই পারে সমাজে জাল টাকার নোট প্রতিরোধ করতে। তাই জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তারা।