ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আশুলিয়ায় অস্ত্র ও মাদক উদ্ধার

আশুলিয়ায় অস্ত্র ও মাদক উদ্ধার

অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়ায় গভীর রাতে চালানো এক অভিযানে একটি বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ধামসোনা ইউনিয়নের পূর্ব ডেন্ডাবর এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. আলামিন ওরফে কালুর (২৮) বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি রিভলবার, একটি সুইচ গিয়ার, ৮ পিস ইয়াবা, নগদ ৬০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আলামিন ওরফে কালু কৌশলে পালিয়ে যায়। সে পূর্ব ডেন্ডাবর এলাকার আসলাম মন্ডলের ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত