ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চবিতে সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা

চবিতে সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্টার নিউজ টেলিভিশনের ক্যাম্পাস প্রতিনিধি এম. মিজানুর রহমানকে শাখা ছাত্রদলের নেতা কর্তৃক পাহাড়ে নিয়ে মারধরের হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংসদটি।

গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মাদকে অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলকর্মী মো. আব্দুস সালাম সালমান অবৈধভাবে শহিদ ফরহাদ হোসেন হলে অবস্থান করছিল।

হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশ করায় নিজেকে সালমান পরিচয় দিয়ে গত সোমবার রাতে স্টার নিউজের চবি প্রতিনিধি মিজানুর রহমানকে হল থেকে টেনে নিয়ে পাহাড়ে উঠিয়ে মারার হুমকি দিয়েছে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলাম। চাকসু জানায়, সংবাদমাধ্যমের স্বাধীনতা জুলাই গণবিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত