ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাকের ধাক্কায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত

ট্রাকের ধাক্কায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের নামুইট-সিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়ার রতন আলীর ছেলে নেহাল (১৭) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী এবং চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নেহালের পরিবারের বাড়ি নাটোরে হলেও ছোটবেলা থেকেই তিনি নন্দীগ্রামে নানার বাড়ী থেকে পড়াশোনা করত।

২৯ জানুয়ারি তাদের বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের প্রস্তুুতির কাজ শেষ করে মোটরসাইকেলে দুজন বাড়ীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নামুইট-সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কালিগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে মারা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত