ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে গণভোট নিয়ে অবহিতকরণ সভা

চাঁদপুরে গণভোট নিয়ে অবহিতকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গণভোটের বিষয়াবলী সম্পর্কে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। এছাড়াও সভায় কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কেও আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আব্দুল মান্নান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁসক এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, ইসলামিক শিক্ষার বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সস্পাদক মো. খালেদ ইকবাল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলী আজগর ফকির, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আলমগীর বাহার প্রমুখ।

এসময় কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় গণভোট সম্পর্কে সরকারে বার্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান এবং তার বিষয়াবলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। পরে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে ডিএনসি চাঁদপুরের সহকারী পরিচালক বলেন, একটা পরিবারে সম্পদ ও সম্মান যতই থাকুক যদি সেই পরিবারের একজন মাদকাসক্ত থাকে তাহলে সেই পরিবার ধ্বংসের জন্যে আর কিছুর প্রয়োজন নেই। ওই পরিবারের আর কোন দাম থাকে না।

তিনি আরও বলেন, ধর্মীয় দৃষ্টিতেও মাদক হারাম। মাদকের বিষয়ের কোনো সময়ই ছাড় দিবেন না। সুস্থভাবে জীবনযাপন করতে মাদক থেকে বিরত থাকতে হবে। অতিথিরা বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত থাকে, সে পরিবার যে কতটুকু ক্ষতিগ্রস্ত পরিবার তা বুজতে হলে সেই পরিবার দেখলেই বুজতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত