ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

দুই দলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

দুই দলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াত কর্মীদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিনের মেয়েকে লাঞ্চিতের অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা আমীর মীর শরিফ হোসেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়েত ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের প্রার্থী নির্বাচনি পরিবেশ নষ্টের চেষ্টা করছেন।

তিনি জানান, গত ২৬ জানুয়ারী ইসলামি শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা নামক একটি ফেইসবুক আইডি থেকে জামায়েত মনোনীত প্রার্থী মাওলানা মোস্তফা কামালকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় জামায়েত ইসলামী ২৭ জানুয়ারী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

তিনি দাবি করেন ওই অভিযোগকে ধামাচাপা দিতে ইসলামী আন্দোলন এর প্রার্থীর মেয়ের উপর হামলার মিথ্যা অভিযোগ আনা হয়েছে। একারণে তারা বুধবার বিকালে সমঝোতা বৈঠকে নারীদের উপর হামলার কোনো ভিডিও দেখাতে পারেনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, দলের মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান প্রমূখ। এর আগে বেলা ১১টায় ইসলামী আন্দোলনের প্রার্থী এএমএম কামাল উদ্দিন শরীফ পাড়াস্থ নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মেয়েকে জামায়েত ইসলামীর কর্মীকর্তৃক লাঞ্চিতের অভিযোগ তুলে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে এ ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন।

তিনিও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নিবার্চনি পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। উপস্থিত ছিলেন দলের প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন ও সহ-সভাপতি মাওলানা মোরশেদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত