ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

পাবনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনায় নারী কর্মীদের হয়রানি ও বাধা প্রদানসহ সদর উপজেলা নির্বাচন অফিসারের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পাবনা-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

গতকাল বৃহস্পতিবার শহরের বাসটার্মিনাল এলাকায় জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনি অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা খাতুন তথ্য গোপন করে নিজ জেলাতেই কর্মরত রয়েছেন এবং নির্বাচনি দায়িত্ব পালন করছেন। তাকে দ্রুত অপসারণের দাবি ও একই সঙ্গে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী অফিসারদের লটারির মাধ্যমে দায়িত্ব বন্টন করার দাবি করে তিনি বলেন, কোনো প্রকারের পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত