সাবিনা পারভীন মুনা। ছোটবেলা থেকেই জড়িত পারিবারিকভাবে সংগীতের সাথে। অন্যান্য বোনেরা যখন হারমোনিয়াম নিয়ে চর্চা করত, তখন থেকেই গানের প্রতি তার অনুরাগ। বুলবুল ললিতকলা একাডেমি থেকে আমার প্রথম গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। প্রথমে নজরুলসংগীতে সালাউদ্দিন স্যারের কাছে তালিম নিয়েছি। তারপর উচ্চাঙ্গ সংগীতে ওস্তাদ হাসান ইকরাম সারের নিকট থেকে তালিম নিয়েছি।
বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য ওস্তাদ অসিতদের নিকট শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছি। এছাড়াও শাস্ত্রীয় সংগীতের উপর মাস্টার্সে এডমিশন নিয়েছি। যদিও আমি আইন বিষয়ে অনার্স কমপ্লিট করেছি তার পরও গানের প্রতি আমার অগাত ভালোবাসার টানে, গান আমার রক্তে মিশে আছে। গানকেই প্রাধান্য দিয়েছি। মাঝ খানে একটা গ্যাপ থাকার পর ২০১৫ সাল থেকে প্রফেশনালি গানের সাথে কাজ শুরু করেছি।
প্রখ্যাত গীতিকার দেলোয়ার আরজুদা শরফ রচিত বেশ কিছু সংখ্যক মৌলিক গানের এলবাম, সি.ডি চয়েজ, মিউজিক ও সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং এফ এম রেডিওতে নিয়মিত গান করছি। এছড়া টিভিতে মিউজিক লাইভ শো-তে অংশ নিচ্ছি। দেশ-বিদেশের অনেক গুণী শিল্পীদের সান্নিধ্যে আসবার সুযোগ হয়েছে আমার, এজন্য নিজেকে অনেক ধন্য মনে করি।
নিজেকে আমি একজন ক্ষুদ্র গানের কর্মী হিসাবে মনে করে অনেক আনন্দিত পাই। গান আমার চির সাথী। তবে আমি ভালো মৌলিক গান গাইতে চাই এবং চেষ্টা করি। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গানের সাথে যুক্ত থাকতে চাই এবং শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চাই।