ঢাকা বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ৩০

তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ৩০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ জন টেটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের লোকজনের মধ্যে বালুচর বাজারের চৌরাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন এবং বাজারের ১০টি দোকান ভাঙচুর হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার পুত্র শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোমবার দুপুরে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা বিল চাইতে আসেন। এ সময় গ্যারেজ মালিক শাহীন বেপারীর সঙ্গে ওই কর্মকর্তার কথা কাটাকাটি হয়। পরে পাশের খাসমহল গ্রামের সুলতান সর্দার (৪০) বিষয়টিতে হস্তক্ষেপ করলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সেটি দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনাস্থলে খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদিখান থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে প্রায় ২০-৩০ জন আহত হয়েছে। আমি উভয় পক্ষকে শান্ত করতে গেলে আমার দিকেও ইট-পাটকেল ছোড়া হয়, তবে আমি অক্ষত আছি।

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বালুচর বাজারে পুলিশ মোতায়েন রয়েছে, সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষ,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত