ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

অভিনয়ে ব্যস্ত হচ্ছেন আকাশ

অভিনয়ে ব্যস্ত হচ্ছেন আকাশ

স্কুল পালিয়ে নায়ক রুবেলের সিনেমা দেখতেন আকাশ রহমান। লুকিয়ে হলে গিয়ে সিনেমা দেখার মাঝে ছিল অন্যরকম অ্যাডভেঞ্চার। তখন থেকেই অভিনয়ে আসার প্রতি ইচ্ছে কাজ করতে থাকে। সেই ইচ্ছে গেল কয়েক বছর ধরে বাস্তবে রূপ নিয়েছে। অভিনয়ে ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ছেন তিনি। এরইমধ্যে কাজ করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেত্রী প্রভার বিপরীতে। কাজ করেছেন একটি সিনেমায়ও। অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে আকাশ বললেন, নাটকে প্রকৃত অভিনয় করতে হয়। সংলাপ মুখস্ত করা কঠিন মনে হয়। অন্যদিকে সিনেমায় অভিনয় সহজ। আরেকজন সংলাপ বলে দেয়। সবমিলিয়ে দুটোয় কাজের অভিজ্ঞতা ভালো বলতেই হয়। এখন পর্যন্ত চারটি নাটকে অভিনয় করেছি। সর্বশেষ কাজ ছিল পিএস চাই সুন্দরী। যেটিতে আমার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। অন্যান্য কাজগুলো ছিল ফাঁদের প্রেমে, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও সেই তুমি। আর যে সিনেমায় কাজ করেছি সেটির নাম গ্রীনকার্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত