ঢাকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছাতু খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ২

সিরাজগঞ্জে ছাতু খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে গমের ছাতু খেয়ে শিশু তানহা মনির (২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো ২ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কোরবানির ঈদের কয়েকদিন আগে বাড়ির সামনে ভ্যানযোগে অজ্ঞাত এক ব্যক্তি ছাতু বিক্রি করছিল। এ সময় ওই পরিবার তার কাছ থেকে ১ কেজি গমের ছাতু কিনে রাখে। রোববার সকালে নুরজাহান বেগম (৪০), ভাগনি মিথিলা খাতুন (১২) ও ভাতিজি তানহা মনি (২) সেই ছাতু খায়। খাওয়ার পর থেকে তারা বমি ও অচেতন হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওই শিশুর মৃত্যু হয় এবং অপর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে শিশুর মৃত্যু সংবাদে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এ ছাতুর মধ্যে কোনো বিষাক্ত পদার্থ ছিল। যার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শিশুর মৃত্যু,বিষক্রিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত