এই সময়ের জনপ্রিয় অভিনেতাদের অন্যতম জিয়াউল হক পলাশ। অল্প সময়ের মধ্যেই তরুণ দর্শকদের মন জয় করেছেন তিনি। একজন নির্মাতাও। কিন্তু দুর্দান্ত অভিনয়ের কারণে এ পরিচয় অনেকটাই চাপা পড়ে গেছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয়ের কারণে এই অভিনেতার আসল নামও হারিয়ে গেছে। তাকে এখন নাটকের চরিত্র ‘কাবিলা’ নামেই ডাকেন সবাই। শুধু দর্শক? পরিবারের অনেক সদস্যও তাকে ‘কাবিলা’ নামে ডাকেন। ‘জিয়াউল হক পলাশ’ নামের চেয়ে তাকে তার অনেক সহকর্মী ‘কাবিলা’ নামে ডাকতে পছন্দ করেন। চরিত্রের নামেই যখন কোনো অভিনেতা পরিচিতি লাভ করেন সেটাই সবচেয়ে বড় সফলতা। পলাশকে যখন কেউ কাবিলা নামে ডাকে তখন তিনি ভীষণ আনন্দ পান।
এ নামটি নিয়ে অভিজ্ঞতার কথা জানতে চাইলে পলাশ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দেখেন না সবাই কাবিলা ডাকে আমাকে। আমার আসল নাম পলাশ যেন ঢাকা পড়ে গেছে।’