ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শিহাব শাহীনের সিনেমায় প্রীতম ও জেফার

শিহাব শাহীনের সিনেমায় প্রীতম ও জেফার

‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘ঘুমপরী’ওয়েব সিনেমায় তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আরও একবার ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান। ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এতে প্রথমবারের মতো প্রীতমের বিপরীতে অভিনয় করেছেন য় গায়িকা জেফার রহমান। এর আগে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব কনটেন্টে দেখা গেছে জেফারকে। ওয়েব সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। বেশ কিছুদিন ধরেই এই প্রজেক্টটি নিয়ে পরিকল্পনা ছিল বলে জানান নির্মাতা। তার কথায়, ‘এই সিনেমার কাজ শুরু করার কথা ছিল দুই বছর আগে। নানা কারণে পিছিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত গেল কোরবানির ঈদের আগে এর শুটিং শেষ করেছি। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।’ প্রীতমণ্ডজেফারকে এক ফ্রেমে বন্দি করে বেশ উচ্ছ্বসিত শিহাব শাহীন। তিনি বলেন, ‘প্রীতমের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ওর অভিনয় দারুণ লেগেছিল। ও তো চমৎকার পারফর্মার। আর জেফারও অভিনয়ে খুব মনোযোগী, দায়িত্বশীল। এই ফিল্মে সে খুবই আন্তরিকভাবে কাজ করেছে। তাদের দুজনের মধ্যে দারুণ একটা কমেডি রসায়ন তৈরি হয়েছে, যা দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ তবে সিনেমার গল্প এখনই খোলাসা করতে নারাজ এই নির্মাতা। তিনি বলেন, “গল্পটা একটু ভিন্ন। আগেভাগে কিছু বলতে চাই না। রহস্য থাকুক। তবে এটুকু বলতে পারি, দর্শক এই সিনেমায় হাসির পাশাপাশি পাবেন বন্ধুত্ব, সম্পর্ক এবং জীবন নিয়ে কিছু দারুণ মুহূর্ত।”

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত