ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘সমাজ পরিবর্তনে অবদান রাখার মতো সিনেমা চাই’

‘সমাজ পরিবর্তনে অবদান  রাখার মতো সিনেমা চাই’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ গত ঈদে মুক্তি পেয়েছে। থ্রিলারধর্মী সিনেমাটি শুরুতে দর্শকদের আগ্রহ না থাকলেও পরে ধীরে ধীরে দর্শক টানতে থাকে। গতকাল সোমবার সন্ধ্যায় একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নারীপ্রধান সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী। নারীপ্রধান সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, আমাদের এখানে নারীপ্রধান সিনেমা হয় না বললেই চলে। আর সিনেমা হলেও ঈদে মুক্তি দেবে এই সাহস করার তো প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, আমাদের এটা পুরুষপ্রধান ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আমাদের গণমানুষ যারা আছেন, বেশিরভাগই ভায়োলেন্স সিনেমা পছন্দ করেন...। আমার পর্যবেক্ষণ হলো যেসব সিনেমায় নারীদের হেয় করে দেখানো হয়, সেসব সিনেমা গ্রহণযোগ্যতা একটু বেশি পায়। এটি আমাদের সমাজব্যবস্থার একটি প্রতিফলন।

অভিনেত্রী বলেন, সেখান থেকে নারীপ্রধান একটি সিনেমা, যেখানে ওই অর্থে নায়ক নেই, আইটেম গান নেই এমনকি কোনো অ্যাকশন নেই, যা আছে সেটি বাস্তবসম্মত। সব মিলিয়ে এমন সিনেমা থেকে খুব বেশি প্রত্যাশা করিনি, সে জায়গা থেকে বেশি পেয়েছি। ঈদে প্রতিদিনই হলে হলে ঘুরে প্রচার চালিয়েছেন, সেই অর্থে কেমন সাড়া পেয়েছেন? এমন প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটি হলো বাংলাদেশের দর্শক সব ধরনের সিনেমার জন্য তৈরি। এখানে ‘তাণ্ডব’ চলছে, ‘উৎসব’ চলছে; আবার ‘ইনসাফ’ও চলছে সব সিনেমা আলাদা আলাদা। এই যে দর্শকদের বাংলা সিনেমার প্রতি একটি ভালোবাসা, এটি কিন্তু অনেক ইতিবাচক দিক।

অভিনেত্রী বলেন, এখন এর মূলদায়িত্ব পরিচালক ও প্রযোজকদের। সেই সঙ্গে কেবল বাণিজ্যের কথা না ভেবে সমাজ পরিবর্তনে অবদান রাখবে, তারা এখন নানা ধরনের গল্প নিয়ে এগিয়ে আসবেন। এমন সিনেমা বানানোর আহ্বান জানান আজমেরী হক বাঁধন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত