ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আসছে জাহের-সামান্তার ‘ফাঁকা আওয়াজ’

আসছে জাহের-সামান্তার ‘ফাঁকা আওয়াজ’

মাইদুল রাকিবের নির্মাণে ও সাজু মুনতাসীরের প্রযোজনায় আসছে- ‘ফাঁকা আওয়াজ’। দীর্ঘ ধারাবাহিক এই নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের জাহের আলভী ও সামান্তা পারভেজ। এরইমধ্যে শুরু হয়েছে নাটকটির শুটিং; গত বুধবার বিকাল থেকে পিরোজপুর শহর ও আশপাশের মনোরম লোকেশনে নেওয়া হয় দৃশ্যধারণ। নির্মাতা মাইদুল রাকিব ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাটকের কলাকুশলীদের নিয়ে এসেছেন পিরোজপুর শহরে; সেখানকার শহিদ মিনার প্রাঙ্গণ, টাউন কাব মাঠেও চলেছে শুটিং; যা চলবে আগামী সোমবার পর্যন্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত