
সিনেমার গানের পারফেক্ট একটি ভয়েজ ক্লোজআপ তারকা রাশেদের। কিন্তু বিগত বহু বছরে রাশেদ’র কণ্ঠটাই ঠিকঠাক মতো সিনেমার গানে কাজে লাগানো হয়নি। অথচ যদি রাশেদের কণ্ঠকেই ঠিকঠাক মতো কাজে লাগানো যেতো তাহলে হয়তো বা বাংলাদেশের সিনেমার গানে আরও কিছু ভালো গান সংযোজন হতো। যদিও বা এই নিয়ে রাশেদের কোনো আক্ষেপ নেই। রাশেদ এক জীবনের সঙ্গীতশিল্পী হিসেবে যা পেয়েছেন তাতেই তৃপ্ত তিনি।
চট্টগ্রামের ছেলে রাশেদ ২০০৩ সালে ‘স্টার সার্চ বেনসন অ্যা- হেজেস’ প্রতিযোগিতায় বেস্ট ভোকাল হিসেবে জয়লাভ করেছিলেন। ‘বড় সংকটে পড়িয়া দয়াল’ এই লালনগীতি এবং শামীমের লেখা ও সাব্বিরের সুর করা ‘এই চাঁদ’ মৌলিক গান গেয়ে তিনি বেস্ট ভোকাল হয়েছিলেন। এরপর ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান’ রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার সময় ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গান দিয়ে সারা বাংলার শ্রোতা দর্শকের মনে আলোড়ন সৃষ্টি করেছিলেন, হয়েছিলেন ষষ্ঠ। এরপর গানকে ভালোবেসে গানের ভুবনেই থেকে গেলেন তিনি। দেশে বিদেশে অনেক স্টেজ শোতে অংশ নিয়েছেন তিনি।
শ্রোতা দর্শকের ভালোবাসায় তিনি নিজেকে সিক্ত করেছেন। খুব সাধারণ জীবন যাপনে অভ্যস্ত রাশেদ। জীবন নিয়ে নেই কোনো অভিযোগ বা নেই কোনো অপ্রাপ্তিকে ঘিরে হতাশা। রাশেদেক যারা চিনেন জানেন তারা জানেন রাশেদ আসলে কতোটা ভালো মনের মানুষ। সত্যিকারের শিল্পী হতে গেলে যে ভালো মানুষ হওয়াটাও জরুরি, এটা রাশেদ বিশ্বাস করেন বলেই জীবন নিয়ে তার অনেক চাহিদা নেই। অনেক অনেক গান করতে হবে, তাও নয়। কিন্তু কিছু ভালো গান করে যেতে চান। এখন যেন এ কারণেই তিনি আরও মৌলিক গানের দিকে ঝুঁকছেন। এরইমধ্যে জীবক বড়ুয়ার লেখা ও রাশেদের সুর সঙ্গীতে ‘তোকে চাই’ গানের কাজ শেষ হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শেষ করে গানটির প্রচার হবে।
এরইমধ্যে ‘টগর’ সিনেমায় রাশেদ বন্ধু শিরোনামেরও একটি গান গেয়েছেন। গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন বেলাল খান। সঙ্গীতাঙ্গনে নিজের পথচলা প্রসঙ্গে রাশেদ বলেন, ‘সঙ্গীতে পথচলার প্রথম দিন থেকেই আমি শ্রোতা দর্শকের যে ভালোবাসা পেয়ে আসছি তাতেই মুগ্ধ আমি, ধন্য আমি।
শ্রোতা দর্শকের এই ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই আরও বহুবছর। তবে এখন আরও কিছু ভালো ভালো মৌলিক গান করার পরিকল্পনা করেছি। অনেকের সঙ্গেই এই নিয়ে কথা হয়েছে। আশা করছি চলতি বছর এবং আগামী বছরজুড়ে ভালো কিছু মৌলিক গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারবো।’
এদিকে কিছুদিন আগে তিনি ‘তুমি প্রিয়তমা’ শিরোনামের একটি গান গেয়েছেন বেতারের জন্য। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী। রাশেদের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত ইসলামিক গান হচ্ছে ‘তোমার সৃষ্টি’। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। তিন কন্যার বাবা রাশেদ। তারা হচ্ছেন রাওজাত, সাবেরা ও ফালাখ। রাশেদের স্ত্রীর নাম সাইমুন।