
জনপ্রিয় লাক্স তারকা সুন্দরী সামিয়া অথৈ নাটক ও বিজ্ঞাপনে সমানতালে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি প্রথমবারের মতো ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীনের নির্দেশনায় একটি নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করেছেন। অভিজ্ঞতা জানাতে গিয়ে অথৈ বলেন, ‘ছোটবেলা থেকেই শিহাব শাহীনের নির্মাণ দেখে বড় হয়েছি। তার রোমান্টিক নাটক ও সিনেমা দেখে এমন কাজের স্বপ্ন জাগত। বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে।’ তিনি আরও যোগ করেন, ‘নির্মাণের প্রতিটি ধাপে পেশাদারিত্বের ছাপ পেয়েছি। সবকিছু ছিল গোছানো।
আগামীতেও শিহাব ভাইয়ের সঙ্গে কাজের ইচ্ছে আছে।’ জানা গেছে, ‘সুখি’ শীর্ষক একটি অ্যাপের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন অথৈ। গত ৮ আগস্ট এটির শুটিং শেষ হয়েছে এবং চলতি মাসেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সামিয়া অথৈ। শ্রাবণী ফেরদৌসের নির্দেশনায় প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন জোনায়েদ বোগদাদীর সঙ্গে। এছাড়া মাসুদ আল জাবেরের নির্দেশনায় জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি।