
মেজবা বাপ্পী এই প্রজন্মের এই সময়ের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। বাংলাদেশ আর ভারতের সোনালী দিনের গান পরিবেশনায় মেজবা বাপ্পী শ্রোতা দর্শকের পছন্দের শীর্ষে থাকা এক নাম। ২০১২ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠতে ফাইনালিস্টে থাকা এই গায়ক বছরজুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে ব্যস্ত থাকেন শুধু গান গাওয়া নিয়েই। গানের সঙ্গেই তার নিত্য সময়ের সখ্য। গান গাইতে পারলেই যেন ভালো থাকেন তিনি। আবার মৌলিক গান প্রকাশেও মেজবার প্রবল আগ্রহ রয়েছে। এরইমধ্যে মোশাররফ করিম অভিনীত জসীম উদ্দিন মন পরিচালিত ‘অপুরুষ’ নামক একটি ওয়েব ফিল্মে মেজবা বাপ্পী দুটি মৌলিক গান গাওয়ার সুযোগ পেয়েছেন। একটি গানের শিরোনাম ‘উড়ো চিঠি’ আরেকটি গানের শিরোনাম ‘আঁধার রাতের পর’। দুটি গানই লিখেছেন তারই সহধর্মিণী সিলভিয়া পারভেজ। দুটি গানের সুর করেছেন মেজবা বাপ্পী। মিউজিক করেছেন তুহিন আহমেদ। এদিকে এর আগে সর্বশেষ মেজবা বাপ্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কফিশপ’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন শাহনাজ কাজী, সুর করেছেন মেজবা বাপ্পী।
‘সেরাকণ্ঠতে অংশগ্রহণ করার পর মেজবা বাপ্পীর কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল তারই লেখা ও সুরে ‘রাত ভাঙ্গানোর গান’ শিরোনামের একটি গান। এটি ২০১৭ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল। যে কারণে লেজার ভিশনের প্রতি কৃতজ্ঞ মেজবা বাপ্পী। তবে মেজবা বাপ্পীর কণ্ঠে সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘রাত কমলে ফোন করিস’ শিরোনামের গানটি। এতে তার সহশিল্পী ছিলেন অবন্তী সিঁথি। এদিকে আগামীকাল ১৬ আগস্ট ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন মেজবা বাপ্পী। এতে তারসঙ্গে আরও গাইবেন আরাফাত ও স্বর্ণা। মেজবা বাপ্পী প্রথম প্লে-ব্যাক করেছেন ‘তালাশ’ সিনেমায়। সাদাত হোসাইনের লেখা ও আহমেদ হুমায়ূনের সুরে ‘সেফটিফিন’ শিরোনামের গানটি তিনিই গেয়েছেন।